ভালবাসার কুটুম পাখী আসতো ফিরে ফিরে
জোনাক পোকা আগ বাড়িয়ে পথ দেখাতো রাতে
রাঘব বোয়াল বন্ধু হতে চাইতো আমার সাথে।
সকাল বিকাল বন্ধু কত থাকতো আশে পাশে
উঠোন জুড়ে স্বজন মেলা বসতো মাসে মাসে
এই জীবনে এমনি তর অনেক প্রমাণ আছে
বলব সবই সময় পেলে বন্ধু তোমার কাছে।