নারীদের সে বলতো মাগী
পালকি চড়ে ঘুরতো সারা গাঁয়!
খাজনা পাতি আদায় ভালো
নায়েব ছিল ভীষণ কালো
হাজার টাকার জুতা পড়তো পায়!
রূপ গরিমার কমতি নাই
কথায় কথায় চাবুক চাই
ঈর্ষা-অহম সর্বনাশের মূল!
বিচার ছিল ইচ্ছাধীন
সবাই তারে করতো ঘিন্
ভয়ে কাঁপতো ভীতু প্রজাকুল!
লাঠিয়ালের কদর বেশ
জোর-জুলুমে চলতো দেশ
মদ-মাতালী চলতো দিবারাত!
রঙ মহলেই থাকতো পড়ে
ঝাড় বাতিটা পড়লো ঘাড়ে
এক নিমিষেই হ’লো কুপোকাত!