অপূর্ব জ্যোতির বিমূর্ত ছায়া
আমার বিশ্বাসের পড়শী হয়ে
এখনও আত্মাকে ছুঁয়ে যায়।
আমার আস্থার শিকড়গুলো
এখনও বিকৃতির সঙ্কট থেকে মুক্ত,
সেখানে যুগান্তরের কোন ঘূর্ণিপাক নেই;
স্পর্শকাতরতার অস্থিরতাও স্পর্শহীন,
তবু সতর্ক দৃষ্টির নির্মোহ অনুসন্ধান
আমাকে বিচ্যুতির অভিশাপ থেকে
মুক্ত রেখে শুভ্র সুচরিতের সুঘ্রাণ যোগায়।

 

রচনাকাল: ৩১/০১/২০১৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।