সাফায়েত না পেলে তোমার কেমনে পাব কূল,
খোদার প্রিয় বন্ধু তুমি সৃষ্টি কুলের মূল
আল্লাহ্ তোমায় না বানালে ফুটতো না যে ফুল!তোমার সাথে প্রেম করিতে হৃদয় হয় আকুল
আমরাই আবার মন্দ বলে করছি কত ভুল,
অনেক জ্ঞানের আধার ভেবে বিদ্ধ করি হুল
বাক্যবাণে যন্ত্রণা দেই, নিত্য চড়াই শূল!
কথায় কথায় ব্যঙ্গ করি, বিজ্ঞ ভাবি আপনারে
নিজের ওজন দেয় না দোলা অন্ধ জনের অন্তরে,
দন্ত-রক্ত ঝরিয়েছিলেন, বলতে পারি কার তরে?
আর কে ছিলেন আল-আমিন ভাই বিশ্ব চরাচরে?
নিঃস্ব জনের বন্ধু ছিলেন, ছিলেন তিনি ধৈর্যশীল
হৃদয় ছিল অনেক বড়, স্বচ্ছ ছিল তাঁহার দিল,
বলতে পার আরেকটি নাম, তাঁহার সঙ্গে ছিল মিল
কেন তবে পাল্লা দিয়ে হচ্ছো তোমরা সবাই নীল!
দুখের সাথী হই নি তাঁহার, এখন করি দম্ভ!
দোষ খুঁজি তাঁর দিবা-নিশি, আমরা বড় সভ্য!
দীনের বেশে দিন কাটালেন, আমরা খুঁজি লভ্য!
দিতে পার উদাহরণ, তাঁর মত কে ভব্য?
নাম-পরিচয় দেবার সময় বলছো মুসলমান!
দ্বীনের সংজ্ঞা ত্যাজ্য করে করছো অপমান!
দেশ-দরদী, মানব-প্রেমী, জ্ঞান করছো দান!
শ্রেষ্ঠ হ‘লে প্রকাশ কর তোমার অবদান!!