সুখের সান্নিধ্যে আছি
তবু যেন সুখ নেই!
মরুর লু হাওয়া বুঝি
হামলে পড়ে অকস্মাৎ!
বিশ্বাস আর অবিশ্বাসে
চলে ঠান্ডা লড়াই,
গনগনে আগুন জুড়ে
বাতাসের ইশারা হাসে
জল সেচনের তাগিদ নেই!
আমিত্মের অহম আর
আধিপত্যের লড়াইটা
এখন জমজমাট বিশ্বময়!
গৃহহীন যাযাবর
হাহাকার চারিধার
মৃত্যুর বিভীষিকা যেন
খুনের দরিয়া হয়ে স্বপ্নকে
নিমজ্জিত করে জলতল!
লাগামহীন বিদ্বেষের ফাঁস
সভ্যতার মোড়কে ছড়ায়
ভয়ঙ্কর অভিলাষ!
আমজনতা কি মানুষ?
ভীষণ প্রশ্নের মুখোমুখি আজ
তাবৎ বিশ্বের রাজা মহারাজ!
রচনাকাল: ০৬/০২/২০১৬