বাতাসে বারুদের গন্ধ!
নদী-নালা, খালে-বিলে
সাগরে-সৈকতে, পাহাড়ে-পর্বতে
আবালবৃদ্ধের অগণিত লাশ!

খুনের নেশায় যারা বিদ্বেষ করে চাষ
অজুহাত খুঁজে মরে দফায়-দফায়,
বিমূর্ত শত্রু করে শূন্যে আবিষ্কার!

শত্রুকে বলি দিয়ে, আপনার আয়ু গড়ে;
তাই দিয়ে দেয় মনগড়া একটি আকার!

ক্ষণ-প্রভা নক্ষত্র অনেক
জ্বালানী নিঃশেষে হয় বেকার!
তবুও তপ্ত করে, জ্বালিয়ে-পুড়িয়ে
হতে চায় তারা অবিনশ্বর!

হৃদয়ের মণিকোঠায় থরে-থরে
ওরা অবিরত ঘৃণা জমায়!

 

রচনাকাল: ০৮/০১/২০১৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।