ধর্ম মানুষের হৃদয়কে
কলুষমুক্ত করে আলোকিত করে,
আলোকিত মানুষ জগৎকে
সুশোভন করে ভূ-স্বর্গ গড়ে।
ভালবাসার স্বপ্নগুলোকে বিশুদ্ধ করে
অতীন্দ্রিয় সত্ত্বার প্রেম আর শক্তির
সমন্বয়ে গড়ে তোলে আপন ভুবন!
একান্তই নিজস্ব গন্ডি, বিশ্বাস আর দর্শন,
যে গন্ডির মাঝে বসত করে সুরুচি আর সত্য,
যার গর্ভে জন্ম নেয় কালজয়ী সভ্যতা,
নন্দিত বাসনাগুলো বিকশিত হয় তারই ছায়ায়।
পরশ পাথরের মত ছুঁয়ে ছুঁয়ে বিশুদ্ধ করে
উদ্ধত, কলঙ্কিত, প্রবঞ্চক, অশুভ আত্মা।
প্রদীপ্ত ইতিহাস রেখে যায় মানুষের কল্যাণে
অসহ্য ক্ষুধা বিবর্জিত পবিত্র দেহ,
যার আত্মার মাঝে রয় সুরম্য চেতনার বিশ্বাস!
রচনাকাল: ০১/০২/২০১৬