তবে কী ফিকে হয়ে যাবে
স্বাধীনতার টুকটুকে রঙ?
হারাবে কী তিলে তিলে গড়ে তোলা
স্বপ্নে মোড়ানো স্বর্গের সোপান?

তবে কী নিরাশার কুয়াশায়
ঢেকে যাবে স্পর্ধিত চেতনা?
তবে কী একটু একটু করে
ক্ষয়ে যাবে মুক্তির ঠিকানা?

 

রচনাকাল: ০২/০২/২০১৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।