ও সুখের পাখিরে
ভুল করিয়া ভুল করিও না,
ভুল করিলে মাশুল দেবে
জীবন ভরিয়া!

প্রেম পিড়িতি করার তরে
পাগল হইও না,
মাশুক চেনার আগে সোনা
আশিক হইও না।

একটু খানি জীবন তোমার
হিসাব ছাড়া চইলো না,
নষ্ট হইয়া গেলে জীবন
ফেরৎ পাইবা না।

চোখ থাকিতে অন্ধ হইলে
মন্দ মানুষ ছাড়বে না,
বন্ধ হইবে সুখের দুয়ার
কান্দিয়া কুল পাইবা না।

 

রচনাকাল=০৫/০৯/২০১৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।