যেটুকু দুঃখ আছে
আমারই থাক সখী;
আমি তো দুঃখের ফেরিওয়ালা নই!
তোমার সুখের ঘরে
দুঃখকে নিয়ে গেলে
তুমিও চিরতরে দুখী হবে সই,
যেটুকু কষ্ট আছে
আমারই থাক সখী,
আমি তো কষ্টের ফেরিওয়ালা নই!
তোমার স্বর্গ নীড়ে
হাসির ফোয়ারা নাচে
তাইতো তো আমি সখী দূরে সরে রই,
বন্ধু ছিলে তুমি
চিরদিন সুখে থাক,
নির্মল অন্তরে সেই কথা কই।
তোমার হৃদয় জুড়ে
স্বপ্নরা বেঁচে আছে,
আমার পরশে ওরা মরে যাবে সই,
তাইতো কপাল পোড়া
নিজেকে সরিয়ে রাখি;
আমি তো দুঃখের ফেরিওয়ালা নই!
রচনাকাল: ২৮/০১/২০১৬